-->

Welcome here

Confirmed
Deaths
Recovered
Updated:
  • Learning from mistakes by Tushar Siddik


    ভুল থেকেই শেখা!

    Learning from mistakes: Tushar Siddik
    Mistakes help us to grow! সত্যি, ভুল থেকে যদি শেখা যায়, তাহলে ভুলই ভালো। অনেকটা সার্ফ-এক্সেল এর বিজ্ঞাপনের মতো।
    ★সায়েন্স ফেয়ারে বাড়াবাড়িঃ তখন কলেজে পড়ি। ১ম বর্ষ। সায়েন্স ফেয়ারে কলেজের হয়ে অংশ নিলাম। সিজান, মুজাহিদ, নওশাদ, জনি ওরাও সাথে ছিল। ২য় দিন আবার আমার আর সিজানের বিতর্ক ছিল। তো ২য় দিন, দুপুরে খবর পেলাম, কিছু ছেলে আমার স্কুলের জুনিয়রদের ডিস্টার্ব করছে। গেলাম। গরম গরম কথা-বার্তা চললো। অল্পসময়ের মধ্যে মারামারিও হয়ে গেল। আমার ভাগে একটু বেশিই ছিল। এখান থেকে পরে শিখলাম পরিস্থতি নিয়ন্ত্রনে আনার কৌশল।
    বলার মতো অনেক আছে। শুধু হাইলাইটস দিলাম!
    ★Research on Laptop: এর কথা আর কি বলব! আমার ল্যাপটপের ডিসপ্লে প্যানেল, RAM, HDD, Keyboard Clip, Power Panel, Processor, কোনো কিছুই রেহাই পায় নি। এখনো আমার অত্যাচার সহ্য করছে। হাতাতে হাতাতে হাতে কলমে শিখলাম হার্ডওয়্যার এর প্রব্লেম সল্ভ করা। সফটওয়্যারের কথা তো বাদই দিলাম। সিজানও এ ব্যাপারে অনেক পটু।
    ★LDR sensor নিয়ে কৌতুহলঃ এটা তো আরেক মজার জিনিস। টার্গেট ছিল সোলার নিয়ন্ত্রিত ডিভাইস বানানো। ভুলে একটার পরিবর্তে অন্য ট্রানজিস্টর দেয়ায় হয়ে গেল Dark নিয়ন্ত্রিত ডিভাইস।
    মাত্র ৩টা দিলাম। এরকম আরো আছে, অনেক। যার অনেকগুলা মনে হলে নিজের উপরই রাগ করে বসে থাকি, কখনো হাসি, কখনো আবার শুরু করার চিন্তা করি।
  • You might also like

    No comments:

    Post a Comment

Popular Posts