-->

Welcome here

USA USA

111,820,082 1,219,487
Confirmed
109,814,428 333,985
Deaths
3,642
Recovered
Updated: 2025-04-05 02:17
  • Shahid Minar, JU by Tushar Siddik

    বাংলাদেশের সর্বোচ্চ শহিদ মিনার
    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

    Tushar Siddik

    Shahid Minar, JU: Tushar Siddik
    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন কলা ভবনের সামনে ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনারটি নির্মাণ করা হয়। শহীদ মিনারটির স্থপতি শিল্পী রবিউল হুসাইন।
    ২০০৪ সালের ৬ নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২০০৮ সালের ৬ ফেব্রুয়ারি উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান।

    শহীদ মিনারটিতে ১৯৫২ সালের সব অর্জনের ভিত্তি বিবেচনা করে এর ভিত্তিমঞ্চের ব্যাস রাখা হয়েছে ৫২ ফুট’ এবং ১৯৭১ সালের অবিস্মরণীয় মর্যাদার প্রতি সম্মান জানিয়ে ভিত্তিমঞ্চ থেকে উন্মুক্ত আকাশগামী তিনটি স্তম্ভের উচ্চতা রাখা হয়েছে ৭১ ফুট।

    '১৯৪৭', '৫২', ‘৫৪’, ‘৬২’, ‘৬৬’, ‘৬৯’, ‘৭০’, ‘৭১’-কে শ্রদ্ধা নিবেদন করে ভিত্তিমঞ্চে ব্যবহার করা হয়েছে আটটি সিঁড়ি, যা এই ধারাবাহিকতার প্রতীক।
    ঊর্ধ্বগামী স্তম্ভ তিনটির একটি বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতি, দ্বিতীয়টি মাটি-মানুষ, প্রতিবাদ-প্রতিরোধ, আন্দোলন-সংগ্রাম এবং তৃতীয়টি স্বাধীনতা-সার্বভৌমত্ব, অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক চেতনার প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে।

    দৃঢ়তার প্রতীক ত্রিভুজাকৃতির ঋজু কাঠামোর মিনারের স্থাপত্যশৈলীতে বিধৃত হয়েছে সেসব জাতীয় বীরত্বগাথা যারা মায়ের ভাষা, ভূমির জন্য যূথবদ্ধ হয়ে লড়েছেন, জীবন দিয়েছেন।
  • You might also like

    No comments:

    Post a Comment

Popular Posts