-->

Welcome here

Confirmed
Deaths
Recovered
Updated:
  • Sheikh Mujib Amar Pita by Sheikh Hasina


    Cover: Sheikh Mujib Amar Pita
    Cover: Sheikh Mujib Amar Pita
    প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত বংশ পরিচিতি। রয়েছে এই মহান নেতার কৈশোরের দূরন্তপনা। যে সেনাবাহিনীর ক্ষমতালোভী গুটিকয়েক সেনা স্বপরিবারে তাকে হত্যা করেছে, সে সেনাবাহিনীকে গোছানো ও শৃঙ্খলাবদ্ধ করায় তাঁর অবদান। যুদ্ধবিধ্বস্ত দেশে মানুষের মুখে ভাত জুটত না, সে সময়েও সবকিছু সামলে বঙ্গবন্ধু সেনাবাহিনীর প্রতি কার্পণ্য করেন নি। পাকিস্তানী সেনাবাহিনীতে যারা ছিল, বহু বাঁধা থাকা সত্ত্বেও তিনি তাদেরকে পুনঃনিয়োগ দেন। উঠে এসেছে '৭৫ এর জঘন্যতম হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও তার বোন ভাগ্যের জোরে কীভাবে বেঁচে গেলেন!
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যের নিষেধ, জয় (বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ্য নাতি) এর অসুস্থতা সত্ত্বেও তাদের জার্মানিতে যাওয়ার কাহিনী। '৭১ এ বঙ্গবন্ধুহীন পরিবারের বন্দী জীবন-যাপন। ১৬ই ডিসেম্বর নিয়াজী আত্মসমর্পণ করলেও তাদেরকে বন্দী রেখে রাস্তায় গোলাগুলি চালানো সেনাদের কথাও উঠে এসেছে। উল্লেখ হয়েছে ধানমন্ডি ৩২ নং সড়কের বাড়ি তৈরি করতে, গোছাতো বেগম মুজিবের অবদান। তেমনি উল্লেখিত হয়েছে '৭১ ও '৭৫ এ বাড়িতে লুট হওয়ার খবর। রয়েছে রাজনৈতিক সংকীর্ণতায় বঙ্গবন্ধু ও পার্টিকে বঙ্গমাতার সহায়তার কথা। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার সময় ও জেলে থাকাকালীন তাদের পারিবারিক অনুভুতি বিবৃত হয়েছে। আরো রয়েছে শেখ হাসিনার কৈশোর থেকে বেড়ে ওঠার গল্প, সাধারণ গৃহবধু থেকে রাজনীতিতে ঢোকা, আন্দোলন করার স্মৃতিকথা। রয়েছে উপচার্য ড. আব্দুল মতিন চৌধুরী, জাহানারা ইমাম ও নূর হোসেনকে নিয়ে স্মৃতিচারণা। শেষাংশে '৯১ এর ভয়াল ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড চট্টগ্রামের অবস্থা ও বাংলার দুখী মানুষদের জন্য শেখ হাসিনার মনের গহীণ আকুতি ব্যক্ত হয়েছে। পুরো বইয়ে লক্ষণীয় শেখ হাসিনা এখনো বঙ্গবন্ধু ও নিজের পরিবারের শূন্যতা বোধ করে ফিরছেন।
    আমরা স্বাধীন বাংলাদেশের মানুষেরা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অভাব বুঝতে পারি কখনো?

    Disclaimer: This is a read-only copy for advertisement purpose to encourage people to read books. Please, buy the original book.

  • You might also like

    No comments:

    Post a Comment

Popular Posts