-->

Welcome here

Confirmed
Deaths
Recovered
Updated:
  • চোরের আবার আত্মহত্যা হুমকি

    একটা ঘটনার প্রভাব দুই ধারার মানুষের উপর দুই রকম ঘটে।

    যেমন, চুরির প্রসঙ্গে বলি। চুরি করার পর ধরা পরলে, স্বাভাবিকভাবেই তাকে সবাই একটু হিতোপদেশ দেয়। সুযোগে উত্তম-মধ্যম দেয়, অপমান করে। যাতে চুরি থেকে ফিরে আসে। চোরের সাথে এর চেয়ে ভালো আচরণের সংস্কৃতি আছে কিনা আমার জানা নেই।

    অপরদিকে গৃহস্থ কি করেন? তিনি সবাইকে সচেতন করেন যাতে চোর থেকে সাবধান থাকা যায়। চোরের হাই কোয়ালিটি ইমেজ তুলে ধরেন। নিজেও কিছুক্ষণ চুরি হওয়া জিনিসের জন্য আফসোস করেন।

    এই দুই প্রভাবের জেরে চোর যদি নিজেকে নির্দোষ প্রমাণ করার পরিবর্তে সুইসাইডের হুমকি দেয়, তাহলে কি চোরের গঙ্গাস্নান সম্পন্ন হয়ে যায়?

  • You might also like

    No comments:

    Post a Comment

Popular Posts