-->

Welcome here

Confirmed
Deaths
Recovered
Updated:
  • Amending a Mistake


    "ঈমান না আনা পর্যন্ত তোমরা মুশরিক (বহু স্রষ্টায় বিশ্বাসী) নারীকে বিয়ে করো না, যদিও মুশরিক নারী তোমাদের মুগ্ধ করে। ঈমান না আনা পর্যন্ত তোমরা মুশরিক পুরুষের সঙ্গে (তোমাদের নারীদের) বিয়ে দিয়ো না, যদিও মুশরিক পুরুষ তোমাদের মুগ্ধ করে।" (সুরা : বাকারা, আয়াত : ২২১) 

    অনেককাল আগে দার্শনিক-জ্ঞানী সক্রেটিস বলেছিলেন, "Know thyself". আমি নিজের সম্বন্ধে ১০০ ভাগ জানি কি না, তা নিশ্চিত করতে পারছি না। তবে আমার দৃঢ়বিশ্বাস যে, অন্তত শতকরা ৮০ ভাগ জানতে পেরেছি। সামাজিক জীব হিসেবে অন্যের মতো আমারও দুর্বলতা আছে, সীমাবদ্ধতা আছে। যখনই আমার দুর্বলতা খুঁজে পেয়েছি, তা সমূলে দূর করেছি, করছি। 

    আমার বোন নেই। বড়, মেঝো, সেঝো, সুয়ো, দুয়ো বা ছোট, কোনো বোন নেই। ২০২০ এর মাঝামাঝি সময়, জনৈক আপুকে বড় বোনের আসনে স্থান দিই। আমার কাছে বিশেষ একজন মানুষ, আমার বড় বোন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উনার সাথে যোগাযোগ হতো। মাঝেমধ্যে ফোনকলেও। 

    ২০২১ এর আগস্টে এসে মনে হচ্ছে বিশেষ মানুষটির প্রতি আমার দুর্বলতা বাড়ছে আস্তে আস্তে। এ দুর্বলতা আরো বাড়লে বিশেষ মানুষকে যে সম্মানের আসনে বসিয়েছি, সে আসনের মর্যাদা নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা। কি করা যায় তা পুরো আগস্ট মাস জুড়ে ভেবেছি। দেখলাম, মাঝে মাঝে (সপ্তাহে এক-আধবার) উনার সাথে যোগাযোগ করা ছাড়া আর কোনো কাজে whatsapp ব্যবহার করি না। আনইন্সটল করি। ফেসবুক থেকেও আনফ্রেন্ড করি। বিশেষ মানুষটিকে যে চিত্তে শ্রদ্ধা করেছি এতদিন, যে মর্মে সম্মান করেছি এতদিন,
    তা যাতে পন্ড না হয়, সেজন্য একটু কঠোর হয়েছি নিজের প্রতি। ব্যাপার না, আমি ছোট্ট জীবনে বহু ঘাত-প্রতিঘাতে লড়ে যাওয়া (সিঁকি ভাগও শেয়ার করি না) এক অধম। কত সহজে নানানভাবে ভুল করে ফেলি আমরা! 

    শুরুতে দেয়া কুরআনের আয়াতটি আমার নিজের জন্য কঠোর সতর্কবার্তা। নিশ্চয়ই আমাদের রব যা বলেন, সত্য বলেন। আল্লাহ্ যেন মাফ করেন। আমিন।
  • You might also like

    No comments:

    Post a Comment

Popular Posts