আরবি শব্দ 'আখেরি' অর্থ 'শেষ';
ফারসি 'চাহার' হচ্ছে হিজরি ক্যালেন্ডারের 'সফর' মাস;
ফারসি 'শোম্বা' অর্থ 'বুধবার'।
আখেরি চাহার শোম্বা |
তাহলে 'আখেরি চাহার শোম্বা' অর্থ হচ্ছে 'সফর মাসের শেষ বুধবার'। 'হিজরি ক্যালেন্ডার' অনুযায়ী 'সফর মাসের শেষ বুধবার' ই হচ্ছে 'আখেরি চাহার শোম্বা'।
এই দিবসটির প্রেক্ষাপট সম্বন্ধে স্বল্প সংখ্যক মানুষের ধারণা রয়েছে। হিজরি ১১ সালের সফর মাসে (৬৩২ খিঃ) এক মধ্যরাতে মহানবি হযরত মোহাম্মদ (স) 'জান্নাতুল বাকি' কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করেন। সেখান থেকে ফেরার পর তিনি প্রচণ্ড মাথা ব্যথায় আক্রান্ত হন। মাথা ব্যথা এতটা প্রকট ছিল যে তিনি অধিকাংশ সময় অজ্ঞান থাকতেন। আবিসিনিয়া থেকে ওষুধ এনে খাওয়ানো হলেও তাঁর অবস্থার পরিবর্তন হয় নি। এ অবস্থায় পরিবারের সদস্য ও সাহাবিরা তাঁর বেঁচে থাকার আশা ছেড়ে দেন।
এই নিরাশার মধ্যেই হঠাৎ একদিন সকালে মহানবি (স) জ্ঞান ফিরে পেলেন। এই দিনটি ছিল হিজরি ১১ সালের সফর মাসের ২৪ তারিখ, বুধবার (২৩ মে, ৬৩২ খ্রিঃ)। অনেকটা সুস্থ-স্বাভাবিক আচরণ শুরু করেন। এতে তাঁর পরিবারের সদস্য ও সাহাবিরা আনন্দে আত্মহারা হয়ে যান। তাঁরা আল্লাহর শুকরিয়ায় নফল নামাজ আদায় করেন এবং দান-খয়রাত করেন।
সফর মাসের শেষ বুধবারে মহানবি হযরত মোহাম্মদ (স) সুস্থ হয়েছিলেন বিধায় দিনটির নামকরণ করা হয় 'আখেরি চাহার শোম্বা'। কিন্তু সেদিন দুপুর গড়িয়ে সন্ধ্যা নামতে নামতে হযরত মোহাম্মদ (স) পুনরায় অসুস্থ হয়ে পড়েন। এর অল্প কিছুদিন পর ১২ই রবিউল আউয়াল তিনি মৃত্যুবরণ করেন।
*হিজরি ও গ্রেগরিয়ান তারিখগুলো convert করা হয়েছে islamicity.org ওয়েবসাইট থেকে।
*তথ্যগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে নেয়া হয়েছে।
No comments:
Post a Comment