Cover: From the Core of Memory |
দেখতে দেখতে চলে গেল ২০১৭।
প্রাপ্তি-অপ্রাপ্তিতে আর বৈচিত্র্যে ভরপুর। ২০১৭ শুরু হল হতাশার মধ্য দিয়ে।কিন্তু শেষ হয় আরো কিছু নতুন অভিজ্ঞতা আর প্রাপ্তির মধ্য দিয়ে।
বছর শেষে হিসাবের অপ্রাপ্তির সমীকরণ মিলিয়ে পাচ্ছি:
বছর শেষে হিসাবের অপ্রাপ্তির সমীকরণ মিলিয়ে পাচ্ছি:
একজনকে খুব কাছে আগলে রাখতে চেয়েও পারলাম না। বছরের শুরুতে পড়াশোনায় একটা ভিন্ন ধাচের খারাপ প্রভাব। সাংস্কৃতিক অঙ্গন থেকে নিজেকে অনেকটা গুটিয়ে ফেলা। কিছু প্রিয় মানুষের বিদায়। কর্মজীবন নিয়ে বাড়তি টেনশন!
আর প্রাপ্তির খাতা খুললে ফুরাতে চাইবে না! মার্চ মাসে পেলাম জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। যা কাটিয়ে উঠতে আমার ৩-৪ দিন লেগে যায়। নিজের চেষ্টায় ও কৃতি মানুষদের সহযোগিতায় কিছু অনুষ্ঠান arrange করতে পারা। বন্ধুদের সাথে যোগাযোগ আরও মজবুত হওয়া। বছরের শেষের দিকে এসে পেলাম মহানা আল্লাহ্ প্রদত্ত বিশাল সুযোগ, যা আমার কল্পরনাও বাইরে ছিল। আমার benefector friend দের কাছেও কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। কিছু friends কে হতাশা থেকে সম্ভবত বের করতে পেরেছি! পেলাম student দের চমৎকার ফলাফল। শেষ দিন-দুটো একজন বন্ধুর সাথে লক্ষ্য পূরণের উদ্দেশ্যে ব্যস্ত থাকা। শেষদিনের শেষভাগ শেষ হলো কোন একজনকে সহযোগিতার মাধ্যমে।
বছর শেষে অবশেষে বলতে পারি, প্রাপ্তির সূচক একটু উপরেই ছিল অপ্রাপ্তির সূচকের চেয়ে!
No comments:
Post a Comment